আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার সন্ধ্যায় লোহাগড়া-নড়াইল সড়কের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চরবগজুড়ি গ্রামে বদর খন্দকার কালনায় নিজের ইটভাটা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। লোহাগড়া-নড়াইল সড়কে আসামাত্রই সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে আঘাত করতে থাকে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।