কুড়িগ্রাম খামারবাড়ি চত্বরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম খামারবাড়ি চত্বরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা।
দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় উপস্থিত ছিলেন। মেলায় কৃষি উৎপাদনে সাশ্রয়ী কৃষিপ্রযুক্তি সম্প্রসারণে ২০টি স্টলের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।