ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি

- আপডেট সময় : ০৯:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ক্লাব হ্যাটট্রিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের চার গোলে এইবারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে লা লিগা শীর্ষে উঠেছে বার্সেলোনা। অন্য ম্যাচে লেভান্তের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এদিকে, হাজারতম ম্যাচে গোল করে জুভেন্টাসের জয় অবদান রেখেছেন রোনালদো।
শেষ চার ম্যাচে কোনো গোল নেই। অথচ লিওনেল মেসি এক ম্যাচেই দিলেন চার গোল। ফলে ঘরের মাঠে চেনা রূপে ফিরলো বার্সেলোনা। ১৪ মিনিটে প্রথম গোলটা ক্ষুদে জাদুকরের ট্রেডমার্ক। ২৬ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা অধিনায়ক। রোনালদোর ৪৭ ক্লাব হ্যাটট্রিকের রেকর্ডকে ছাড়িয়ে এখন ৪৮ হ্যাটট্রিক লিওনেল মেসির। লা লিগায় যা ৩৬তম। তবে, সিরিআরসেভেন ৫৬ ক্যারিয়ার হ্যাটট্রিকের চেয়ে এখনো দুটো কম আর্জেন্টাইন মহাতারকার।
নতুন সাইনিং মার্টিন ব্রাথওয়েটের প্রভাবও ছিলো দারুণ। মেসির হালি পূরণের অ্যাসিস্ট যেমন করেছেন। আর্থারের পঞ্চম গোলের নেপথ্য কারিগরও এই ড্যানিশ রিক্রুট। এক সময় ভালো ব্যবধানে পিছিয়ে থাকা বার্সেলোনা এখন ২ পয়েন্ট এগিয়ে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের চেয়ে।
লেভান্তের মাঠে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। ইস্কো, করিম বেনজেমারা সুযোগ পেলেও, প্রথমার্ধে ডেডলক ভাঙতে পারেননি। দ্বিতীয়ার্ধেও ছিলো একই চিত্র।তবে, ঘরের মাঠে চেনা দর্শকদের হতাশ করেনি লেভান্তে। হোসে লুইস মোরালেসের দারুণ এক ভলিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিকে, মেসির প্রতিদ্বন্দ্বি রোনালদোর গোলের ধারা অব্যাহত। লিগের হাজারতম ম্যাচকে রাঙিয়ে তোলেন ম্যাচের ৩৯ মিনিটে জুভেন্টাসকে লিড এনে দিয়ে। দ্বিতীয়ার্ধে অ্যারন রামসির গোলে পূর্ণ তিন পয়েন্ট আর শীর্ষস্থান অক্ষুন্ন রাখে তুরিনের বুড়িরা। যদিও ম্যাচের শেষ ভাগে এক গোল শোধ দিয়েছিলো স্পাল। কিন্তু তা ব্যবধানই কমিয়েছে মাত্র।