ব্যবসায়ীরাই সমৃদ্ধ বাংলাদেশ নির্মানে কাজ করছেঃ অর্থমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, সরকারের সহযোগিতায় ব্যবসায়ীরাই সমৃদ্ধ বাংলাদেশ নির্মানে কাজ করছে। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সারা বিশ্বের কাছে ঈশ্বনীয় হয়ে দাঁড়িয়েছে। দুপুরে ঢাকার অদূরে কেরানীগঞ্জ পানগাঁওয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির লক্ষে যাত্রা শুরু করেছে সর্বাধুনিক প্রযুক্তির বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। এটিই দেশের প্রথম কোনো বেসরকারি বিটুমিন প্ল্যান্ট। দুপুরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে জমকালো আয়োজনে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, নিজস্ব আবহাওয়া উপযোগী বলে, দেশে প্রস্তুত বিটুমিনে সড়কের গুনগত মান অক্ষুন্ন রাখবে, সেই সাথে রপ্তানির মাধ্যমে বিশ্বে উজ্জ্বল করবে বাংলাদেশের নাম।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধির দিকে এগুচ্ছে বাংলাদেশ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বেসরকারী খাত এগিয়ে যাচ্ছে।বসুন্ধরায় ব্যাপক কর্মসংস্থান করার কথা জানান আহমেদ আকবর সোবহান।