আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থির মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত চার প্রার্থী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মিথ্যা পরিচয়ে আওয়ামী লীগের কাউন্সিলর মনোনয়ন বাগিয়ে নেয়া প্রার্থির মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত চার প্রার্থী।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাফর। তিনি বলেন, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা পরিচয় দিয়ে সাঈদ গোলাম হায়দার মিন্টু মনোনয়ন পেয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের কোন উপদেষ্টা কমিটিই নেই। এমন জালিয়াতির আশ্রয় নেয়ায় অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে একজন ত্যাগী নেতাকে মুল্যায়ন করতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের প্রতি আহবান জানান তারা।