প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জনে

- আপডেট সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জনে। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ২৮৮ জন।
আক্রান্তদের মধ্যে ১১ হাজারের বেশি লোকের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৫৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৩৯৭ জন। খবরে বলা হয়েছে, নতুন করে নিহতদের মধ্যে সবাই হুবেই প্রদেশের। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে, ইরান দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে অনেকে মারা গেছেন। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস জানান, এ রোগের প্রাদুর্ভাব নতুন দিকে মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি ও অন্যজন ফিলিপিনো। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।