উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে আটলান্টা

- আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে আটালান্টা। প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাবটি। এদিকে, অন্য ম্যাচে বড় অঘটনের শিকার টটেনহাম। ঘরের মাঠে সেরা তারকাদের ছাড়া প্রথম লেগ হেরে গেছে স্পার্সরা। ১-০ গোলের জয়ে জার্মান ক্লাব লাইপজিগ এগিয়ে থেকেই নামবে দ্বিতীয় রাউন্ডে।
প্রিয় দলের খেলা দেখতে ৫৫ কিলোমিটার দূরের শহর বারগামো থেকে মিলানে হাজির ৪০ হাজার সমর্থক। সানসিরো যেন হয়ে উঠেছিলো আটালান্টার সত্যিকারের হোম ভেন্যু।
ফুটবলাররাও তার জবাব দিলেন মাঠের পারফরম্যান্সে। ইতালিয়ান ক্লাবের আক্রমনের গতিতে ভেসে গেলো স্প্যানিশ দল ভ্যালেন্সিয়া। ৬২ মিনিটে চার গোল। শুরু আর শেষটা ডাচ স্ট্রাইকার হ্যানস হ্যাটেবোয়ের। ম্যাচের ১৬ মিনিটে যার শুরু। মাঝে ৪২ আর ৫৭ মিনিটে জোসিপ লিলিচ আর রেমো ফ্রিউলার এগিয়ে দেন দলকে। যেখান রেমো ফ্রিউলার গোলটি আলাদা হয়ে থাকবে পুরো ম্যাচে।৬৬ মিনিটে রাশিয়ান স্ট্রাইকার ড্যানিশ চেরিশেভ শুধুই ব্যবধান কমিয়েছেন দু’বারের ফাইনালিস্ট ভ্যালেন্সিয়ার হয়ে।
এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ নক আউট পর্বের অভিষেকটা স্মরণীয় হয়ে রইলো আটালান্টার জন্য। হাতছানি দিয়ে ডাকছে কোয়ার্টার ফাইনাল।
এদিকে, ঘরের মাঠে সেরা তারকাদের ছাড়াই দারুন ছন্দে থাকা জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হয় টটেনহাম। সন হিউং মিন ও হ্যারি কেনকে ছাড়া খেলেছেন ঠিকই, কিন্তু জয় উল্লাস করতে পারেনি স্পার্স শিবির।
গোলরক্ষক হুগো লরিস যে কত সেভ করেছেন তার হিসাব নেই। কিন্তু ফেরাতে পারেননি টিমো ভের্নার-এর পেনাল্টি শট। যা জয়ের একমাত্র উপলক্ষ লাইপজিগের।