একদিনের মাথায় পাল্টে গেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি

- আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
একদিনের মাথায় পাল্টে গেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি। নতুন মেয়র প্রার্থীর সংবর্ধনা সভায় বর্তমান মেয়রের অনুপস্থিতিতে যে বিভক্তির আভাস ছিলো তা হাওয়ায় মিলে গেছে আজ সকালে। হঠাৎ করেই বর্তমান মেয়র আ. জ.ম নাসির আর মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী মিলিত হন ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর বাসায়। এরপর দুই নেতা একসঙ্গে প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। প্রতিশ্রুতি দিয়েছেন একে অন্যের পাশে থাকার।
মেয়র পদে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর এভাবেই ক্ষোভ জানান বর্তমান মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির।
একদিন পর নতুন মেয়র প্রার্থীর সংবর্ধনা সভার মঞ্চেও দেখা যায়নি বর্তমান মেয়রকে। এতে শাসক দলের নগর রাজনীতিতে বিভক্তির সুর বেজে উঠলেও একদিনেই তা থামিয়ে দিলেন আ.জ.ম নাছির। সকালে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর বাসায় রেজাউল করিমের সঙ্গে দেখা করেন আ.জ.ম নাছির। নিজেদের মধ্যে কোন বিভক্তি নেই বলেও দাবি করেন নতুন মেয়র প্রার্থী।
এসময় তার আগের বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে নতুন প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর বর্তমান মেয়র আ.জ.ম নাছিরের দুটি ধারায় বিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতি। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর নগর রাজনীতির আধিপত্য অনেকটা আ.জ.ম নাছিরের পক্ষে থাকলেও এই নির্বাচনে মহিউদ্দিন বলয়ের নেতা মনোনয়ন পাওয়ায় রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ।