রংপুরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড

- আপডেট সময় : ০৮:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আইন প্রয়োগে নেই জেলা প্রশাসনের ভুমিকা। নীয়ম নীতির তোয়াক্কাও নেই। সকলের চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রংপুরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড । শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল থেকেই নোট-গাইড কিনতে উৎসাহ দেয়া হচ্ছে তাদের। শিক্ষাবিদরা জানান, মেধা বিকাশে অন্যতম অন্তরায় নোট-গাইড বন্ধে উদ্যোগী হতে হবে প্রশাসনকে।
নগরীর বইয়ের দোকানগুলোতে এভাবেই সাজিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ নোট-গাইড। ১৯৮০ সালে আইন করে, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত নোট বই মুদ্রন, বিতরন ও বিক্রয় নিষিদ্ধ করে সরকার। ২০০৮ সালে নির্বাহী আদেশ ও ২০০৯ সালে নোট ও গাইড বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করে রায় প্রদান করে দেশের সর্বোচ্চ আদালত।নিয়ম অনুযায়ী এসব নোট গাইড বিক্রি নিষিদ্ধ থাকলেও মানছেন না দোকানীরা। শিক্ষার্থী ও অবিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চাপে এবং সহায়ক বই হিসেবে তারা কিনছেন নোট গাইড।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বলছেন, নোট-গাইড বিক্রি বন্ধে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হলেও মানছে না কেউই।শিক্ষাবিদরা বলছেন, মেধা বিকাশের প্রধান অন্তরায় নোটগাইড বন্ধে উদ্যোগী হতে হবে প্রশাসনকে।তবে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই নোট-গাইড বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীদের নোট গাইড নির্ভরতা কমাতে প্রশিক্ষনের মধ্য দিয়ে শিক্ষদেরও আধুনিক পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।