মুজিব শতবর্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সব ধরনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে ১৪ দল কাজ করবে

- আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সব ধরনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে ১৪ দল কাজ করবে বলে জানিয়েছেন সমন্বয়ক মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে একথা জানান তিনি। এসময় সারাবছর ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসুচি পালনের ঘোষণাও দেন। বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষকে বিশেষায়িত করতে সরকারের নেয়া বিভিন্ন কর্মসুচির পাশাপাশি দেশব্যাপী নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরতেই ১৪ দলেরএই বৈঠক।বৈঠকের শুরুতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকে মূল প্রতিপাদ্য করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন ১৪ দলের সমন্বয়ক।
পরে আলোচনায় অংশ নিয়ে নারী নির্যাতনের বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় এর তেমন সুফল পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সংস্কারের দাবি জানান ১৪ দলের শরিক দল জাসদ সভাপতি।এছাড়া নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির জন্য মাদকাসক্তসহ কয়েকটি সামাজিক সমস্যার কথা তুলে ধরে প্রতিকারের আহবান জানান ওয়াকার্স পার্টির সভাপতি।
আগামী ১ মার্চ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ এবং ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউতে মোমবাতি প্রজ্জ্বলনসহ সারাদেশে বিভিন্ন কর্মসুচি ঘোষণা করা হয়।