জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন

- আপডেট সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জয় বাংলা শ্লোগান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস তুলে ধরতে, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও মত দিয়েছেন একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবীতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানিতে এসব মূল্যায়ন তুলে ধরেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে ভয় তাড়ানিয়া এক শ্লোগানের নাম জয় বাংলা। যা উদীপ্ত করে দেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে। ফলাফল মাত্র ৯ মাসের মরণপন যুদ্ধে স্বাধীনতা অর্জন করে লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী ৪৮ বছর পেরিয়ে গেলেও আজো জাতীয় শ্লোগানের স্বীকৃতি পায়নি জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ চেতনার সেই শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি দিতেই হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।
বৃহস্পতিবার সেই রিটের শুনানিতে আইনি যুক্তি তুলে ধরেন ফৌজদারি আইনের অন্যতম এই জ্যেষ্ঠ আইনজীবী।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে রাষ্ট্রের করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। যুক্তি উপস্থাপন শেষে ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করে আদালত।