অন্যভাষা শিখতে গিয়ে নিজের মাতৃভাষাকে অবমাননা করা যাবে না: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাঙালি জাতির যা কিছু অর্জন তাকে ধারণ করেই উন্নত বাংলাদেশ নির্মানে এগিয়ে যেতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পারিপার্শ্বিক কারণে অন্যভাষা শিখতে গিয়ে নিজের মাতৃভাষাকে অবমাননা করা যাবে না। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় একুশে পদক ২০২০ প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, গবেষণা, শিক্ষা এবং ভাষা ও সাহিত্য এই ছয়টি বিভাগে ৪ জনকে মরনোত্তরসহ মোট ২০ বিশিষ্টজন এবং ১টি প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন শিখিয়েছে মাথা নত না করতে। এই গৌরবের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পারিপার্শ্বিক কারনে অন্যভাষা শেখার প্রয়োজনীয়তাও আছে জানিয়ে মাতৃভাষাকে অবমাননা না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এই ভাষার মর্যাদা রক্ষা করে যেতে হবে। শেখ হাসিনা বলেন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তার সরকার। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে অর্থবহ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।