ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ না করে অন্য এলাকায় সরাতে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকার চারপাশের নদীর তীর দখল করে গড়ে ওঠা মসজিদ এবং মন্দিরসহ ১১৩টি ধর্মীয় প্রতিষ্ঠান চিহ্নিত করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এসব ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ না করে অন্য এলাকায় সরাতে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ধর্মীয় স্থাপনাগুলো উচ্ছেদে আলেম ওলামা এবং ঐসব রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দখল দূষণে এখন মুমূর্ষু নর্দমায় ঢাকার নদীগুলো। দখলদার উচ্ছেদে চলতি বছর ঢাকার চারপাশের নদীতে অভিযান চালিয়েছে সরকার। গুড়িয়ে দেয়া হয়েছে হাজারও স্থাপনা। তিনি আরো বলেন, ধর্ম ব্যবহার করে অনেকে নদী দখল করেছে। তবে মসজিদ মন্দির এতিমখানা ভাঙা হবে না, অন্য এলাকায় সরিয়ে নেয়া হবে।