করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৪ জনসহ মোট আক্রান্ত ৭৪ হাজার ১৮৫

- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এদিকে, চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ১৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৪ জনে।
নতুন করে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৪৭। এর মধ্যে এক হাজার ৬৯৩ জন হুবেইয়ে। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ১৮৫ জন। আর চীনের বাইরে ৩০টি দেশে আক্রান্ত হয়েছে ৭শ’ জন। এর মধ্যে হংকংয়ে দুইজন ও ফিলিপাইন, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে মোট ৬ জন মারা গেছে। এদিকে, ৪০ হাজার করোনা আক্রান্ত রোগীর একটি ডাটা প্রকাশ করেছে চীন। এই ডাটা অনুযায়ি, আক্রান্ত ৮০ শতাংশ রোগীর অবস্থা গুরুতর নয়। তবে যারা আগে থেকে অন্য রোগে আক্রান্ত ও বৃদ্ধ তাদের মারা যাওয়ার আশঙ্কা বেশি। এদিকে, করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য আর পণ্য পরিবহনে গতি কমায় চীনসহ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এদিকে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।