আগামী সোমবার দু’দিনের সরকারি সফরে ভারত আসছেন ট্রাম্প

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আগামী সোমবার দু’দিনের সরকারি সফরে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরকে কেন্দ্র করে বড় বাণিজ্য চুক্তির আশা করছে দিল্লি। তবে সফরের আগেই ভারতকে নিরাশ করলেন ট্রাম্প।
আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারতের সাথে বড় কোন চুক্তিতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানান ট্রাম্প। তবে নির্বাচনের পর বড় চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি। অন্যদিকে, ট্রাম্পের সফরকে কেন্দ্র করে নানা আয়োজন ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারসহ বিনা শুল্কে মার্কিন বাজারে নির্দিষ্ট কিছু ভারতীয় পণ্যের প্রবেশের অনুমতি চায় চায় দিল্লি।