অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনেও মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বর

- আপডেট সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনেও লেখক, প্রকাশক ও পাঠকের পদচারণায় মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বর। মেলার বিভিন্ন স্টলগুলোতেও ছিলো দর্শনার্থীদের ভীড়। আর বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। এদিকে, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, চলতি মেলায় এখন পর্যন্ত বাংলা একাডেমির নিজম্ব বিক্রয় হয়েছে ১ কোটি ৯ লাখ, ৭৯ হাজার, ৭৩১টাকা।
প্রতিদিনের মতো আজও পাঠক-দর্শনার্থীদের ভীড় অমর একুশে গ্রন্থমেলায়। মুক্ত মঞ্চেও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। গ্রন্থমেলায় নিজের বই প্রকাশ করতে পেরে খুশি লেখকরা, পাশাপাশি বই বিক্রিতে সন্তুষ্টির কথা জানালেন প্রকাশকরাও।
প্রতিদিনই মেলায় আসেন হাজারো পাঠক-দর্শনার্থী। সেইসাথে উৎসব মুখর পরিবেশে খুঁজে নেন প্রিয় লেখকের বই। এদিকে, সন্ধ্যায় বাংলা একাডেমির সম্মেলক কক্ষে মেলার বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক।
মঙ্গলবার গ্রন্থমেলায় ১৪৭টি নতুন বইসহ মোট বই এসেছে ২৬২২টি।