চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে বিএনপি

- আপডেট সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে বিএনপি। মনোনয়ন পত্র বিতরণ, প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল নির্ধারণের পাশাপাশি নিজ নিজ বলয়কে শক্তিশালী করতেও জোর তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে অন্য নির্বাচনের মতো সরকার প্রভাব বিস্তারের চেষ্টা করলে, নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে দলটির নেতারা। আর বিএনপিপন্থী পেশাজীবীরা বলছেন, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে জেতার লক্ষ্য নিয়ে নেতারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে সরকারের পক্ষে প্রভাব বিস্তার করা কঠিন হবে।
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতাকে পুঁজি করে চট্টগ্রাম সিটির নির্বাচন নিয়ে এতদিন নির্লিপ্ত থাকলেও এখন তোরজোর শুরু করেছে বিএনপি। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ অপেক্ষাকৃত দ্বিতীয় সারির একজন নেতাকে মনোনয়ন দেয়ায় বিএনপি শিবিরে ফিরেছে প্রাণ-চাঞ্চল্য। দলের সব সংগঠনের মেয়াদউত্তীর্ণ কমিটিগুলো হালনাগাদ করার পাশাপাশি বিভক্তি মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথা জানালেন নগর বিএপির সাধারণ সম্পাদক।
সম্প্রতি নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে, এবার পক্ষপাতমুলক আচরন করলে, নির্বাচন বয়কটের হুমকি দিলেন নগর বিএনপির সভাপতি।তবে বিএনপিপন্থী পেশাজীবী নেতারা বলছেন, প্রচারণা থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ডে নেতাকর্মীরা যতটা সক্রিয় থাকেন, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে তেমনি তৎপর হলে সরকারের পক্ষে প্রভাব বিস্তার করা কঠিন হবে।
২০১৮ সাল থেকে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সবকটি নির্বাচনে অংশ নিলেও সেই আন্দোলনের সুফল নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমুলের নেতাকর্মীদের। তাই আসছে চট্টগ্রাম সিটির নির্বাচনে কৌশল বদলে সফলতা আনতে তৎপর হবেন নেতারা এমনটাই প্রত্যাশা কর্মীদের।