দেশে নির্বাচনী ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা

- আপডেট সময় : ০২:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে নির্বাচনী ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণ জরুরি বলেও মনে করেন তিনি। সকালে সুশাসনের জন্য নাগরিক- সুজনের বার্ষিক সম্মেলনে এসব জানান তিনি। অনুষ্ঠানে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেন, রাজনৈতিক দলের সৃষ্টি হওয়ায়, দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সমস্যা সহসাই দূর হবে না। ইভিএমে আস্থা সৃষ্টিতে নির্বাচন কমিশন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও মত দেন তিনি।
রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজনের বার্ষিক সম্মেলনে অংশ নেয় সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা। উদ্বোধনী সেশনে অতিথি হিসেবে বক্তব্য দেন সুশীল সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি। সুশাসন প্রতিষ্ঠায় জনগণের কাছে জবাবদিহিতার উপর জোর দিয়ে বক্তারা বলেন, দুর্নীতির বিস্তার রোধে কাঠামোগত পরিবর্তন জরুরি। দেশে নির্বাচনী ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে দাবি করে তারা বলেন, জনগণকে নির্বাচনমুখী করতে মূল ভূমিকা নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।
সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছ নির্বাচনের উপর জোর দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। দাবি করেন, দুর্নীতি বন্ধে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। প্রশাসনকি ও সামাজিক সংস্কারের সুফল জনগণ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন , নির্বাচনী সংস্কার ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠাসহ ২০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সুজনের এই সম্মেলনে।