মুক্তিপণের দুই লাখ টাকা পরিশোধ করার পরও মুক্তি মেলেনি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের মুক্তিপণের দুই লাখ টাকা পরিশোধ করার পরও মুক্তি মেলেনি সাতক্ষীরার শ্যামনগরের জেলে বাটুল সরদার ও আব্দুর রাজ্জাকের।
গেলো ১২ ফেব্রুয়ারি রাতে পশ্চিম সুন্দরবনের বৈকেরী খাল থেকে মাছ শিকারের সময় আটটি নৌকা থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। পরে সন্তানের অসুস্থতার কথা বলে বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে লোকালয়ে ফেরেন অপহৃত জেলে রজব আলী। স্থানীয়রা জানান, গেলো বুধবার সকালে নির্দিষ্ট বিকাশ নম্বরে অপহরণের শিকার দুই জেলের মুক্তিপণের টাকা পরিশোধ করা হয়। কিন্তু তিন দিনেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।