বসন্ত এবং ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে একুশে গ্রন্থমেলায়
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬৪০ বার পড়া হয়েছে
 
ঋতুরাজ বসন্ত এবং ভালোবাসা দিবসের উন্মাদনার ছোঁয়া লেগেছে একুশে গ্রন্থমেলায়।
শিশু প্রহরেও বাসন্তি সাজে ও ফুলে ফুলে ছেয়ে গেছে গ্রন্থমেলা। আর মেলায় সঞ্চারিত হয়েছে নতুন প্রাণ। শিশু থেকে প্রবীণ, সব বয়সীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা। কেউ পরিবার, কেউ প্রিয়জন এমনকি বন্ধুদের সঙ্গে দলবেঁধে মেলায় আসছেন। কেউ স্টলে স্টলে ঘুরছেন, কেউ বই কিনছেন আবার কেউবা প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য এসেছেন গ্রন্থমেলায়। আবার অনেক লেখক পাঠকের তুমুল আড্ডাও দেখা গেছে মেলার বিভিন্ন প্রান্তে। এদিকে শিশু প্রহরও মনের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করেছে শিশুরা। তবে সবার সাজ-পোশাকিতেও ছিল বসন্তের আবাহন।
																			
																		
















