আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করেলে বাংলাদেশ উন্নত দেশের সম্মান পাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
অশুভ শক্তিকে পরাজিত করতে সততা ও সাহস নিয়ে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করেলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ উন্নত দেশের সম্মান পাবে।
সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশে এ সব বলেন প্রধানমন্ত্রী। আনসার একাডেমিতে দেশে জননিরপত্তার প্রয়োজন দেখা দিলে আনসার ও ভিডিপি বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন সরকার প্রধান। তিনি বলেন, এই বাহিনীর উন্নয়নে ও সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার কাজ করছে । এস এ গেমসে আনসার বাহিনী ৪২টি পদক অর্জন করায় অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে আনসার বাহিনী বিভিন্নভাবে অবদান রাখতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে দেশ সেবার আহ্বান জানান।