বীরের বেশে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন যুবারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭২৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ জয় করে বীরের বেশে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন যুবারা। বিমানবন্দরে তাদের উষ্ণ সংবর্ধনা জানান বিসিবির ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীও।
বিকেলে আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের ভেতরে আকবর আলীর দল এবং কোচদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের সদস্যদের মুখে মিষ্টি তুলে দেন। এরপর সবার উষ্ণ অভ্যর্থনা গ্রহণ শেষে বিসিবির বিশেষ চ্যাম্পিয়ন বাসে চেপে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পৌঁছায় বিশ্বকাপজয়ী দল। এর আগে, যুবাদের বরণ করতে এয়ারপোর্টের বাইরে জড়ো হয় হাজারো উৎসুক জনতা। এ সময় বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।