রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম

- আপডেট সময় : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রাজধানীর সেনা মালঞ্চে এ সিম্পোজিয়ামের আয়োজন করে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবদ্যায়ল। আয়োজকরা জানান, শিক্ষাবিদ, পেশাজীবী, সরকারি কর্তৃপক্ষ এবং শিল্প কারখানাকে একত্রিত করে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা, ক্ষয় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ছিল। সিম্পোজিয়াম শেষে অংশগ্রহলকারীদের হাতে সনদ তুলে দেন বিএনএসিডব্লিউর চেয়ারম্যান লে. জে, মো. মাহফুজুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশে রাসায়নিক সুরক্ষা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয়ভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের বিষয়ে একসঙ্গে কাজ করতে সবার প্রতি আহবান জানান তিনি।