সাগর-রুনি হত্যা মামলার যাচাইবাছাই চলছে: আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সাগর-রুনি হত্যা মামলার যাচাইবাছাই চলছে, রহস্য উদঘাটনের জন্য রেব কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সকালে বরিশাল পুলিশ লাইনসে বরিশাল জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস এবং আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। এসময় আইজিপি আরো বলেন, আদালত যদি চায়, অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে কোন ধরনের চাপের মুখে নেই বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, বর্তমানে দেশে যেসব ধর্ষনের ঘটনা ঘটছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।