সারাদেশে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে একনেক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশের মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৪শ ২২ কোটি টাকার ৯ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর আওতায় বিসিকের ৮টি শিল্প নগরী মেরামত ও পুন:নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তবে সরকারি মোবাইল অপারেটর সংস্থা- অধিকতর নিরীক্ষার জন্য টেলিটকের নেটওয়ার্ক আধুনিকায়নের প্রকল্প অনুমোদন দেয়া হয়নি। সভা শেষে গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানান পরিকল্পনা বিভাগের সচিব।