খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকেঃ সেলিনা ইসলাম

- আপডেট সময় : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে রয়েছে বলে জানিয়েছেন, তার মেজো বোন সেলিনা ইসলাম। মানবিক দিক বিবেচনা করে খালেদাকে মুক্তি দেয়ার আহবান জানান তিনি। চিকিৎসায় খালেদার কোন উন্নতি হচ্ছে না বলেও দাবি করেন তাঁর স্বজনরা।
বেলা তিনিটার দিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক খোজ-খবর জানতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন, তার মেজো বোন সেলিনা ইসলামসহ পরিবারে পাঁচ সদস্য। একঘন্টা সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত কথা বলেন সেলিনা ইসলাম। বলেন, ক্রমেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে রয়েছে।
মানবিক দিক বিবেচনা করে অসুস্থ্য খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারে কাছে তার মুক্তির দাবি জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না বলেও দাবি করেন বোন সেলিনা ইসলাম।