চীন থেকে আর কোন বাংলাদেশিকে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না – পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে এই মুহূর্তে আর কোন বাংলাদেশিকে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সৌদি আরব মিয়ানমারে পাঠাবে, বাংলাদেশে পাঠানোর কোন সুযোগ নেই । মাঝেমধ্যে পত্রিকাগুলো এ ধরনের চমক দেখানো সংবাদ প্রকাশ করে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।