জাতীয় পার্টিকে সরকারি দলের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে মানুষ – জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টিকে সরকারি দলের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে দেশের মানুষ। এমন দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব সংহতির এক সভায় নিজ দলকে আগের চেয়ে সুসংহত ও ঐক্যবদ্ধ হিসেবে দাবি করেন তিনি। সংগঠনের অভ্যন্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, পর্যায়ক্রমে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। মাঠের রাজনীতিতে সব সময় আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হয় না বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।