বিশ্বকাপ জিততে বাংলাদেশের চাই ১৭৮ রান

- আপডেট সময় : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিততে বাংলাদেশের চাই ১৭৮ রান। পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭ দশমিক ২ ওভারে ১৭৭ রানে অলআউট হয় ভারত। অভিষেক ৩টি ও দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও তানজিম হাসান। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত আকবর আলীদের সংগ্রহ ৩ উইকেট ৬৪ রান।
বিশ্বকাপের স্বপ্নিল ফাইনাল। এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্টের ট্রফি জয়ের সুযোগ ইয়াং টাইগারদের সামনে। তাও আবার বিশ্বকাপে। বাংলার যুবাদের যেখানে প্রথম বিশ্বকাপ, সেখানে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের পঞ্চম শিরোপা জয়ের প্রত্যয়। এমন ম্যাচে টস জয়ী বাংলাদেশের অধিনায়ক আকবর আলী, সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের। টুর্নামেন্টে ভারতের ভয়ঙ্কর দুই ওপেনার জ্যাসওয়াল ও সাক্সেনা জুটিকে শুরু থেকে চাপে রাখেন বাংলাদেশর দুই বোলার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তবে প্রথম উইকেট অভিষেক দাসের। সাক্সেনাকে ২ রানে ফেরান এই পেসার।
তবে, দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। শুরুর চাপ সামলে দলকে এগিয়ে নেন জ্যাসওয়াল ও তিলক ভার্মা। এই দুয়ের ৯৪ রানের প্রতিরোধ ভাঙে ২৯তম ওভারে।তানজিম সাকিবের শিকার হয়ে ভার্মা যখন ফিরেছেন দলের স্কোর তখন ১০৩। অপর প্রান্তে ফিফটি করা জ্যাসওয়াল ধ্বংস্তুপে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন দলের হয়ে। কিন্তু পরের সময়টা শুধুই টাইগার বোলাদের জয়জয়কার। সেঞ্চরি থেকে যখন ১২ রান দুরত্বে জ্যাসওয়াল; তখনই স্পটলাইটে পেসার শরিফুল ইসালাম। একই ওভারে জ্যাসওয়াল ও শিদ্বেশ ভিরকে ফিরিয়ে ম্যাচকে এক পেশে করে তোলেন শরিফুল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। পরের ২১ রান যোগ করতে শেষ পাঁচ ব্যাটসম্যানকে হারায় চারবারের চ্যাম্পিয়নরা। তিন উইকেট নিয়ে সেরা বোলার অভিষেক দাস। এছাড়া এ দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।