ডেঙ্গু মশার উপদ্রব শুরুর আগেই নিধন কার্যক্রম শুরুর আহ্বান নবনির্বাচিত মেয়র তাপসের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ডেঙ্গু মশার উপদ্রব শুরুর আগেই নিধন কার্যক্রম শুরু করতে দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।
বিকেলে ঢাকার ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনশেষে তিনি এ আহ্বান জানান। এ সময় ফেব্রুয়ারিতেই শপথ এবং মে মাসে দায়িত্ব বুঝে পাবেন বলেও জানান তিনি। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে পঙ্খানুপুঙ্খভাবে ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।