আত্মহত্যা করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কুদ্দুস মিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অর্থের অভাবে দীর্ঘদিন অসুস্থ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন গাইবান্ধার বিশিষ্ট মুক্তিযোদ্ধা কুদ্দুস মিয়া।
মঙ্গলবার শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ সনাক্ত করে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে মানবেতর জীবন যাপন করায় আত্মহত্যা করেছেন এই মুক্তিযুদ্ধা। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। বিভিন্ন দফতরে ঘুরেও মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা সহযোগীতা আবেদন করেও সাড়া পাননি। এই ক্ষোভে শারীরিক সমস্যার সঙ্গে যুক্ত হয় মানসিক সমস্যাও। অবশেষে তিনি আত্মহত্যা করেন। এদিকে, তাঁর পরিবারকে সব ধরনের সহযোগীতা করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক।





















