সরকারকে নিয়ে ডক্টর কামাল হোসেনের উক্তি আপত্তিকর – ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকারকে নিয়ে ডক্টর কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ডক্টর কামালের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নয়, সারাদেশের মানুষ ব্যতীত হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত, সেই মামলায় তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই। তবে খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।