মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

- আপডেট সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জনবল সংকটে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এক্সরে মেশিনসহ বিভিন্ন যন্ত্র নষ্ট থাকায় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দ্বারা হাসপাতাল চত্ত্বর দখলে থাকায় বিপাকে পড়তে হচ্ছে বহিবির্ভাগের রোগীদের ।
২০১২ সালে মানিকগঞ্জের সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার হাসপাতাল থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ২টি আধুনিক ভবন নির্মিত হলেও জনবল রয়েছে আগের মতই। ২২ জন চিকিৎসকের জায়গায় কাজ করছে ১৮ জন। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন গড়ে ৩শ’ থেকে ৩৫০ জন রোগী । হাসপাতালে ভর্তি হন ৩০-৪০ জন।
অপরদিকে, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে থাকে হাসপাতাল চত্ত্বর। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে অস্বীকার করেন তারা। হাসপাতাল চত্ত্বরে বিশৃঙ্খলার বিষয়টি জানতে চাইলে আর সতর্ক থাকার কথা বললেন হাসপাতালের এই কর্মকর্তা।