নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি বার বার ব্যর্থ হচ্ছে – ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি আন্দোলন ও নির্বাচনে বার বার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে, বাড়ছে সরকারের জনপ্রিয়তা। এখন যুবক ও নারীদের কাছেও জনপ্রিয় বর্তমান সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন ও দল গোছানো নিয়ে পর্যালোচনা সভা শেষে এসব কথা বলেন।
ছয়টি অঙ্গসংগঠনের পুর্ণাঙ্গ কমিটি চূড়ান্তকরণ এবং দলকে সংগঠিত করার বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এক ঘন্টার বৈঠক শেষে, সিটি কর্পোরেশন নির্বাচনে দলের দুর্বলতা, কম ভোটার উপস্থিতি এবং তৃণমুলের কিছু সমস্যা নিয়ে কথা হয়েছে বলে জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি নির্বাচনে দাঁড়াতেই পারেনি বিএনপি। তারা আবার কঠোর আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে,যেটা কথার মাঝেই সীমাবদ্ধ থাকবে। শক্তিশালী বিরোধী দল হিসেবে বিএনপিকে সভা সমাবেশসহ সব ধরণের গণতান্ত্রিক কাজে সহযোগিতা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।