আগামীকাল নয়া পল্টনে বিএনপির জনসভা

- আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ভয়-ভীতিকে উপেক্ষা করে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া’র মুক্তির আন্দোলন শক্তিশালী করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ডিএমপির অনুমতি মেলায় নয়াপল্টনে আগামীকালের জনসভা সফল করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক আন্দোলন ফোরামের উদ্যোগে সিটি নির্বাচনের অভিজ্ঞতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার মুক্তির না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সিটি নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ইভিএমে ভোট চুরির কথা বিএনপি বল্লেও তা বাস্তবে প্রমাণ করেছে নির্বাচন কমিশন। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে শতভাগ আচরণ বিধি লঙ্গন করেছে আর বিএনপি শতাভাগ আচরণ বিধি মেনেই প্রচারণা চালিয়েছে বলেও দাবি করেন আমীর খসরু। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন,দেশে শ্বৈরতান্ত্রিক শাসনের কারণে সব রাজনৈতিক সংগঠনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।