সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

- আপডেট সময় : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
াজশাহীর পদ্মা নদী থেকে পাঁচ জেলেকে বিএসএফের অপহরণ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা সুরাহা হয়নি এক সপ্তাহেও। উল্টো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ প্রোটেস্ট নোট পাঠিয়ে বিজিবিকে জানিয়েছে, অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে মুর্শিদাবাদ পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে এর কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ অবস্থায় বিজিবি-বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি রাজশাহীর সোনাইকান্দি সীমান্তে অনুপ্রবেশ করে পদ্মা নদীতে মাছ ধরা অবস্থায় পাঁচ বাংলাদেশী জেলেকে অপহরণ করে নিয়ে যায় বিএসএফ। এরপর রেওয়াজ অনুযায়ী পতাকা বৈঠক হলেও তাদের আর মুক্তি দেয়া হয়নি। বরং ভারতীয় ভূ-খণ্ডে কথিত অনুপ্রবেশের অভিযোগ সাজিয়ে সেদেশের পুলিশের কাছে তুলে দেয়া হয় তাদের। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। কিন্তু পাল্টা প্রতিবাদের চিঠি পাঠিয়ে ঘটনার স্থান অস্বীকার করে বিএসএফ দাবি করেছে- আটককৃতরা জেলে নয়– গরুর রাখাল। এরপরই ওই সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।