আজ রাত ২ টায় মাঠে নামবে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
.কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের রাতে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লড়বে বার্সা।
শেষ ছয় বছরে পঞ্চমবারের মত কোপা দেল রে’র ফাইনালে ওঠার হাতছানি বার্সেলোনার সামনে। কোয়ার্টার ফাইনালে তাই অ্যাথলেটিকো বিপক্ষে কোন ভুল করতে চায়না বার্সা। লা লিগায় ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কাতালানরা। শেষ দুই ম্যাচে লেগানেসের বিপক্ষে ৫-০ এবং লেভান্তের সঙ্গে ২-১ গোলের জয়ে আত্মবিশ্বাসী মেসি-গ্রিসম্যানরা। তবে, আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় কোচ কিকে সেতিয়ান। ইনজুরিতে পড়ে খেলতে পারবেন না ওসমান ডেম্বেলে, সুয়ারেজ। ফেরার সম্ভাবনা আছে নেতো ও আরতুরো ভিদালের। সমস্যা থাকলেও, সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সেগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চায় বার্সেলোনা।