সমাজসেবায় একুশে পদকে পেলেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নিজের পরিবার, সন্তান, আর সহকর্মীদের প্রতি পদক উৎসর্গ করেছেন সমাজসেবায় একুশে পদকে ভূষিত পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
বুধবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ এই পদকের জন্য মনোনীত ব্যক্তিদের নামের তালিকার গেজেট প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, একুশে পদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদকে দেশের প্রতি তার ও তার প্রতিষ্ঠানের আরো দায়িত্ব বেড়ে গেছে। যেই সমাজসেবার জন্য রাষ্ট্র তাকে সর্বোচ্চ পদকে ভূষিত করেছে সেই সমাজসেবা তিনি ও তার পরিবার চালিয়ে যাবেন বলেও জানান তিনি।