ক্ষতিকর প্লাস্টিকের উৎপাদন ও বাজারজাত বন্ধে নীতিমালা করেছে বিএসটিআই।

- আপডেট সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সুপ্রিমকোর্টের এক আইনজীবীর আইনি নোটিশের পর ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন ও বাজারজাত বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা করেছে বিএসটিআই।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জেআর খান রবিন। তিনি জানান, ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি এবং বাজারজাত বন্ধে সরকারকে গেল ১১ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট শাম্মী আক্তারের পক্ষে রবিন। নোটিশে ক্ষতিকর রাসায়নিক দিয়ে প্লাষ্টিকের খেলনা উৎপাদন বন্ধে সরকারকে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, বাণিজ্য ও শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্লাষ্টিকের খেলনা উৎপাদনে সুনির্দিষ্ট নীতিমালা তৈরী করা হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।