নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কিছু জানায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

- আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবন্দির ২ বছর পূর্তি উপলক্ষে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে সমাবেশের অনুমতির বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সকাল ১১টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। আগামী ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে যে চিঠি দেয়া হয়েছিল, সেটির আপডেট জানতে চান তারা। জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিএনপি’র প্রতিনিধি দলকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি বিএনপিকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বিএনপির প্রতিনিধি দলে থাকা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি পরে জানানো হবে। এর আগে ৭ ফেব্রুয়ারি সারাদেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ ঘোষণা দিয়েছিলো বিএনপি।