উপমহাদেশের মানদণ্ডে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ভাল হয়েছে – ড. হাছান মাহমুদ

- আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উপমহাদেশের মানদণ্ডে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ভাল হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।
সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি বলেন, অতীতে দেশের সব নির্বাচন এমন কি পশ্চিমবঙ্গেও স্থানীয় সরকার নির্বাচনে হাঙ্গামা, ভাংচুর ও নিহতের ঘটনা ঘটেছে। কিন্তু এবার ঢাকা সিটি নির্বাচনে এরকম কিছু হয় নি। বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সভায় বিএনপির কড়া সমালোচনা করে তথ্যমন্ত্রী আরো বলেন, তারা ইভিএম সম্পর্কে ভোটারদের মাঝে ভীতি তৈরি করেছিল। বিএনপি বারবার ঘোষণা দিয়েছিল, এ নির্বাচন তাদের আন্দোলনের অংশ। আর বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস। তাই সিটি নির্বাচনে বিএনপি হামলা করতে পারে-এমন আশঙ্কায় ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মনে করেন তিনি। রাজশাহী জেলা আওয়ামী লগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।