ভারতে এনআরসি নিয়ে এবার পিছু হটলো মোদি সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ভারতে এনআরসি নিয়ে এবার পিছু হটলো মোদি সরকার। দেশে ‘এখন পর্যন্ত’ এনআরসি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনটি জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
মঙ্গলবার সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সংসদ সদস্যরা লিখিত প্রশ্নে গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি হচ্ছে কি-না তা জানতে চেয়েছিলো। এ সময় লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বা এনপিআর তৈরির জন্য যারা বাড়ি বাড়ি যাবেন, তারা কোনো নথি চাইবেন না। আঁধার কার্ড দেয়াও ঐচ্ছিক। এনপিআরে নাগরিকত্বও যাচাই করা হবে না। তবে অনেক রাজ্য এরই মধ্যে এনপিআর করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।




















