জমে উঠতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা

- আপডেট সময় : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জমে উঠতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। সেই সাথে মেলার বিভিন্ন স্টলগুলোতেও বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভীড়। আর প্রকাশনাগুলোতে সমান তালে আসছে নবীণ-প্রবীণ লেখকদের নতুন বই। বেচা-বিক্রি সেভাবে শুরু না হলেও প্রতিদিনই বাড়ছে বলে জানালেন প্রকাশকরা।
বেলা গড়ানোর সাথে সাথে মেলা প্রাঙ্গনে শুরু হয় পাঠক-দর্শনার্থীদের পদচারণা। গ্রন্থমেলার তৃতীয় দিনেও এর ব্যতিক্রম নয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার বেশকিছু স্টলেই শোভা পাচ্ছে জাতির পিতাকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই।
গ্রন্থমেলা বাঙ্গালীর প্রাণের মেলা, তাই বেশীর ভাগ বই প্রকাশিতও হয় এই মেলাকে ঘিরেই। কারো পছন্দ হুমায়ূন আহমেদের বই, আবার কেউ খোঁজে আনিসুল হক, জাফর ইকবালের লেখা। প্রিয় লেখকের বই কেনার জন্য গ্রন্থমেলাকেই উপযুক্ত বলে মনে করে ক্রেতা দর্শনার্থীরা। মেলার তৃতীয় দিনে নতুন ৮১টি বইসহ মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১১৯টি।