অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের ভাগ্য আজ কঠিন
																
								
							
                                - আপডেট সময় : ১০:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৫৭৫ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের ভাগ্য আজ কঠিন। ঘুষ নেয়া ও দেয়া দুইটাই অপরাধ। এই কালচার বিএনপি শুরু করে। তিনি বলেন, মুজিববর্ষ পালনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।এরই মধ্যে ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রোমের পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালি আওয়ামী লীগের গণসংবর্ধনায় তিনি একথা বলেন।তিনি বলেন, এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়াই লক্ষ্য। গণসংবর্ধনা অনুষ্ঠানে রোম-ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ পুনরায় চালুর দাবির প্রশ্নের জাবাবে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ১২টা বিমান রয়েছে আরও তিনটি শিগগিরই যোগ হবে। অনেক দেশের বিমান সমস্যা সমাধান হয়েছে। ইতালিতে বিমান চালুর ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের ভাগ্য আজ কঠিন। ঘুষ নেয়া ও দেয়া দুইটাই অপরাধ। এই কালচার বিএনপি শুরু করে। ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ অনেকে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জুইজেপ্পে কোন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
																			
																		














