আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান

- আপডেট সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। ১২ আসরের মধ্যে সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতেছে তারা। আরও দু’বার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার সপ্তমবারের মতো ফাইনাল উঠার হাতছানি ভারতে সামনে। কোয়ার্টার ফাইনাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে ভারতীয় যুবারা। সেমির মঞ্চেও জয়ের ধারা ধরে রাখতে চায় তারা। অন্যদিকে, পাচঁবার ফাইনাল খেললেও মাত্র দু’বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সবশেষ শিরোপা জিতেছে ২০০৬ সালে। ১৪ বছরের আক্ষেপ ঘুচাতে এবার ভারতের বাধা টপকাতে মরিয়া পাকিস্তান। দু’দলের পরিসংখ্যানে এগিয়ে ভারত। শেষ ৫ ম্যাচে চারটিতে জিতেছে তারা। যদিও পরিসংখ্যান নয় মাঠের লড়াইয়ে মনোযোগ দু’দলের।