বিএনপির নির্বাচন বিরোধী চরিত্রের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে

- আপডেট সময় : ০৯:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য কবির নানক দাবি করেন, বিএনপির নির্বাচন বিরোধী চরিত্রের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হতে হতে বিএনপি বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, এবারের নির্বাচনে ইভিএমে জালিয়াতির সুযোগ নেই বলে প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মাদ নাসিম।
ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কবির নানকের এই সংবাদ সম্মেলন। এসময় তিনি বলেন, ভোটারের কম উপস্থিতির কারণে আওয়ামী লীগ হতাশ নয়। বিভিন্ন প্রতিকূলতার পরও যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আওয়ামী লীগ কৃতজ্ঞ। আর বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও জানান নানক। অন্যদিকে, নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম। তিনি দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে ভোট দেয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ ছিল কম। ইভিএম ঠিকমতো না বোঝার কারণেও অনেকে ভোট দিতে যায়নি। আর এবার এই ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন মোহাম্মাদ নাসিম।