চীনে একদিনেই নতুন করে ২ হাজার ৫৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে

- আপডেট সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চীনে একদিনেই নতুন করে ২ হাজার ৫৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। তিনশর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণপরিবহন বন্ধ করেও এ ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকানো যাচ্ছে না। আটকানো যাচ্ছে না অন্য দেশে ছড়িয়ে পড়ার ঘটনা। চীনের বাইরে প্রথম এ ভাইরাসে মৃত্যুর খবর এসেছে ফিলিপিন্স থেকে, তিনি চীনেরই একজন নাগরিক। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার একদিনেই নতুন করে ২ হাজার ৫৯০ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চীনে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮০ জনে। আরও ৪৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। যাদের মৃত্যু হয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছে, তাদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। এ প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকেই গতবছরের শেষে নভেল করোনাভাইরাস ছড়ানো শুরু হয়।