উলভারহাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে উলভারহাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
ইংলিশ লিগে দাপট দেখালেও, হটাৎ করেই ছন্দ হারিয়ে শিরোপা থেকে দূরে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ৫ ম্যাচে উলভারহাম্পটনের বিপক্ষে হারলেও শেষ ম্যাচে জয় পাই রেড ডেভিলরা। অন্যদিকে, শিরোপার লড়াইয়ে অনেকটায় পিছিয়ে আছে উলভ। তবে আগের ম্যাচের পরিসংখ্যানে অনেকটাই আত্মবিশ্বাসী দলটি। ২৪ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট পেয়ে টেবিলের পাঁচে আছে ম্যানইউ আর একই পয়েন্টে পরিসংখ্যানে পিছিয়ে টেবিলের সাতে আছে উলভ।