হাজার হাজার বস্তা সার খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে

- আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
নাটোরের বাফার গোডাউনে, হাজার হাজার বস্তা সার খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। ঘনকুয়াশা, রোদ, বৃষ্টিতে ভিজে জমাট বাধছে। আর সেই জমাট বাধা সার ভেঙ্গে পুনরায় প্যাকেটজাত করে দেওয়া হচ্ছে ডিলারদের। এই সকল সার কিনে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক, অন্যদিকে লোকসানে পড়ছে ডিলাররা। তবে গোডাউনের কর্মকর্তাদের দাবি, খোলা আকাশের নিচে থাকলে সারের গুনগতমান নষ্ট হয় না।
নাটোর বাফার সার গোডাউনে সাড়ে ৮ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা থাকলেও, বর্তমানে মজুদ রয়েছে তার দ্বিগুনেরও বেশী সার।এরমধ্যে অর্ধেকের বেশী পড়ে আছে খোলা আকাশের নিচে। গোডাইনের এই সার নিয়েই কৃষকদের দিতে হচ্ছে। ডিলাররা জানান, জমাট বাঁধা সার কিনতে চায় না কৃষকরা। এসব সারের কোন মেয়াদোত্তীর্ণ তারিখ নেই। যে জমিতে উন্নত মানের ৫ কেজি সার লাগে, সেখানে জমাট বাধা ১০ কেজি সার ব্যবহার করেও লাভ হচ্ছে না। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তবে গোডাউন কর্মকর্তার দাবি, ধারন ক্ষমতার বেশী মজুদ থাকায় অতিরিক্ত সার খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। সেগুলোও যত্ন নেওয়ায় ব্যবহারে কৃষকদের ক্ষতি হওয়ার কথা নয়। সারেরই এই সমস্যা দীর্ঘদিনের। আরো গোডাউন নির্মান করা হলে এই সমস্যা অনেকটা কেটে যাবে এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ডিলার ও কৃষকরা।