সীমান্তে ভারত থেকে কেনা গরু আনতে যাওয়া এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বিএসএফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারত থেকে কেনা গরু আনতে যাওয়া এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
এ ঘটনায় জামাল নামের এক বাংলাদেশী গুলীবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু আনতে গিয়ে জামাল নামে এক যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছে। তার বাড়িতে খোঁজ নিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি পরিচালক।